সর্বশেষঃ

আবরারকে জানোয়ারের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে: আল্লামা বাবুনগরী

সম্প্রতি দেশের কয়েকজন আলেম গুম হওয়া এবং বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার যদি বাস্তবেই দোষী হয়ে থাকে তাহলে দেশীয় আইনে তাকে বিচারের মুখোমুখি করা হতো। কিন্তু তা না করে জানোয়ারের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা চরম অমানবিক আচরণের শামীল।

দেশে বাকস্বাধীনতা নেই মন্তব্য করে হেফাজত মহাসচিব বলেন, যারাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে হামলা-মামলা ও ভয়-ভীতি দেখিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। গুম করা হচ্ছে,খুন করা হচ্ছে।

আবরারকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তা পশুত্বকেও হার মানিয়েছে উল্লেখ করে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আবরার হত্যার সঙ্গে জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ও গুম হওয়ার আলেমদের দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

অন্যথায় দেশের আপামর জনসাধারণ এ সমস্ত জুলুম-মির্যাতনের প্রতিবাদে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।