স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

জয়পুরহাটে স্ত্রীকে (২৫) নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্বামী বাবলু মিয়া (৩৫)। সোমবার সকালে সদর উপজেলার শালগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে বাবলুকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত জামাল মিয়ার ছেল ।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল বাবলু। সোমবার সকালে ভাতের মধ্যে চুল পাওয়ায় স্ত্রীকে মারধর করার একপর্যায়ে হাত-পা বেঁধে তার মাথা ন্যাড়া করে দেয় সে।

পরে খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবলুকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্ত্রী। এর আগেও বাবলুর দুই স্ত্রী ছিল বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।