বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
লালমোহন উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শাওন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের- দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলার লালমোহন উপজেলায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ভোলার লালমোহনে ৬ অক্টোবর ২০১৯ ইং রবিবার সকাল ১১টায় পৌরসভার প্রবেশ গেট সংলগ্ন ইয়াকুব আলী পঞ্চায়েত বাড়ির দরোজায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য লালমোহন উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভোলা তিন আসনের জনপ্রিয় অভিভাবক দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল রাসেলুর রহমান, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, আব্দুল হান্নান মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সম্পাদক আবুল হাসান রিমন, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিম, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়া , পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুন্নবী মৃধা, মনজু তালুকদার, সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল , উপজেলা শিক্ষক সমিতির নেতা মিজানুর রহমান কামরুল প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সংক্ষিপ্ত আলোচনা সভায়, লালমোহন উপজেলা ওলামা লীগ সভাপতি মাওলানা মোঃ শাহে আলমের স্বাগত বক্তব্য ও মাওলানা নেছার উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন- দেশরত্ন শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে সবসময় ইসলামের উন্নয়ন হয়, মসজিদ মাদ্রাসার উন্নয়ন হয় । দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণ কর্মসূচি প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ইসলাম ও মুসলমানদের প্রকৃত সমঝদার। আওয়ামী লীগ কে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, মসজিদে ঊলুধ্বণি শোনা যাবে- এই সমস্ত অপপ্রচারের দিন শেষ । বাংলাদেশের সকল ধর্মের মানুষের প্রাণের নেত্রী শেখ হাসিনা আজ বিশ্ব সভায় পরম মর্যাদায় অভিষিক্ত।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি বলেন- ভোলা তিন আসনের সুদক্ষ অভিভাবক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের কল্যাণেই লালমোহনবাসি এতো তাড়াতাড়ি এমন সুন্দর মডেল মসজিদ পেতে যাচ্ছে। আপনারা সবাই প্রিয় মহোদয়ের জন্য দোয়া করবেন।