তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভেলুমিয়া কুলগাজী সড়কের কান্নার আওয়াজ পাচ্ছে না জনপ্রতিনিধিরা
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের কুলগাজী ভাঙ্গা ব্রীজ থেকে শুরু করে ২ কিলোমিটার সড়কের কান্নার আওয়াজ পাচ্ছে না জনপ্রতিনিধিরা।
ভোগান্তির শেষ নেই কয়েক হাজার পথচারীদের।
স্থানীয়রা জানান, বর্ষা আসলে এই সড়কে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যায় কিন্তু কোন জনপ্রতিনিধি এইদিকে নজর দিচ্ছে না।
স্থানীয় ব্যবসায়ী মামুন জানান ভেলুমিয়া যে এমন একটি বেহালদশা সড়ক আছে চেয়ারম্যান মেম্বাররা জানেই না।
পথচারী আজাদ মিয়া, শাহাজাহান মৌলভী, আজিজ মিস্ত্রি জানান একবার শুনেছি তিন লক্ষ টাকা বাজেট হইছে কিন্তু মাত্র ১৩ অথবা ২৫ মজুরি কাজ করে আর করেনি।
৪ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মহসিন খানঁ বলেন ঐ রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ সড়ক, বাজেট হইছে খুব দ্রুতই সংস্কার হবে।