দৌলতখানে মৎস্যজীবী ও জেলেদের সাথে সচেতনতামূলক সভা
ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর মাছঘাটের মৎস্যজীবী ও জেলেদের নিয়ে “মা ইলিশ রক্ষা অভিযান-২০১৯” বাস্তবায়ন উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় ভবানিপুর মাছঘাটে
ভোলা জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসম আজহারুল ইসলাম ।
এসময় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসম আজহারুল ইসলাম সকলকে অবহিত করে বলেন, মা ইলিশ রক্ষায় ৯-৩০ অক্টোবর মাছ আহরণ ও ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছেন সরকার। এ আইন অমান্য কারীকে আমরা কঠোর শাস্তি প্রয়োগ করবো। যে কোন মূল্য মা ইলিশ রক্ষার উদ্যোশে এই কর্মকর্তা বলেন আপনারা যদি এ সময় মা ইলিশ ধরা থেকে বিরত থাকেন এর সুফলও আপনারাই ভোগ করবেন। কারণ নদীতে আপনারাই মাছ ধরবেন। আমরা কেউ মাছ ধরবো না। আপনারা আইন কে শ্রদ্ধা জানিয়ে এ সময় মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন।
সভায় উপস্থিত ছিলেন দৌলতখান ভবনিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মা্ন্নান মিয়া ,ইউপি সদস্য সালাউদ্দিন সহ স্থানীয় মৎস্যজীবী ও জেলেরা
উল্লেখ্য, ৯-৩০ অক্টোবর এ বছর ইলিশ মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ, বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।