ভোলায় শিক্ষক দিবসে শিক্ষকদের সংবাদ সম্মেলন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছেন বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ও ১০% কর্তন বন্ধের দাবীতে ফোরামের নেতারা বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারি ফোরামের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীদের বেতন ১০% কর্তন করে শিক্ষা মন্ত্রনালয় একটি বৈসম্যের পরিচয় দিচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী শিক্ষকদের বেতনের টাকা থেকে এ ধরনের কর্তন কোন পেশাজীবী তো দুরের কথা কোন বিবেকবান মানুষই মেনে নেবে না। পৃথবীর মধ্যে সবচেয়ে অবহেলিত বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা। আমাদের বিশ্ব মানবতার নেতা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের এই নায্য দাবী গুলো মেনে নিবেন আজকের বিশ্ব শিক্ষক দিবসে প্রতিটি শিক্ষক কর্মচারীর এই একটাই চাওয়া আমাদের প্রধানমন্ত্রীর কাছে। শিক্ষকদের সকল নায্যদাবীতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমীন, ইলিশা ইসলমিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামসহ ভোলা জেলার বিভিন্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।