ভোলায় পত্রিকার লাইনম্যান খলিল গুরুত্বর অসুস্থ্য ॥ দোয়া কামনা
ভোলায় পত্রিকার লাইনম্যান খলিল গত সোমবার সকাল পৌনে ৮টার দিকে শহরের যুগীরঘোল এলাকায় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন। পথচারীরা খলিলকে তুলে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান। গতকাল খলিল হাসপাতাল ছেড়ে নিজ বাসায় অবস্থান করছেন। খলিলের স্ত্রী জানান, তার বাম পায়ের হাটুর একটি অংশ ভেঙ্গে গেছে। ডাক্তার বলেছে ১ মাস লাগবে ভালো হতে। আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন, যাতে সে দ্রুত সুস্থ্য হয়ে আপনাদের মাঝে ফিরে যেতে পারে।