বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
ভোলায় তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৮ মন্দিরে অনুদান প্রদান
আসন্ন শারদীয় দূর্গা পূজা এবং শ্যামা পূজা উপলক্ষ্যে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৮ টি মন্দিরকে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (শক্রবার) সকালে তার পক্ষ থেকে এই অনুদান প্রদান ও আলোচনা সভা করেন জেলা আওয়ামীলীগের নেতারা।
এসময় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হেসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আ’লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন লাভু, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ভোলা সদরের ২৫টি দূর্গা পূজা মন্ডপ ও ৩টি শ্যামা পূজা মন্ডপকে অনুদান প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ।