লালমোহনে ১৬ মন্ডপে দূর্গা পূজা

ভোলার লালমোহনে সনাতন ধর্মাবলম্ভীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব দূর্গা পূজা উপজেলার ১৬ টি মন্ডপে অনুষ্ঠিত হবে। এতে করে সনাতন ধর্মাবলম্ভীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দূর্গা পূজাকে ঘিরে মার্কেটগুলোতেও কেনা-বেচার ধুম। মন্দিরগুলোতেও সাজ সাজ রব। ৪ ই অক্টোবর শুক্রবার সকাল ৯ টা ৪৫ মিনিটে ষষ্ঠীবিহিত পূজা শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু ও ৮ ই অক্টোবর মঙ্গলবার দশমী বিহিত পূজা সমাপন, দর্পন বির্সজন এবং প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শারদীয়া দূর্গা পূজার সমাপ্তী ঘটবে।
এবছর লালমোহনের যেসব মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে, লালমোহন পৌরসভার শ্রী শ্রী মোদন মোহন মন্দির, দূর্গা পূজা মন্দির, মহমায়া দূর্গাপূজা মন্ডপ, পশ্চিম চরউমেদ ইউনিয়নের শ্রী শ্রী কৃষ্ণ কালি মন্দির, কলেজ পাড়া দূর্গা পূজা মন্ডপ, রমাগঞ্জ ইউনিয়নের চন্দ্র কুমার ঠাকুর বাড়ি দূর্গাপূজা মন্ডপ, রাধা গোবিন্দ দূর্গাপূজা মন্ডপ, কর্তার হাট কালি মন্দির ও দূর্গা পূজা মন্ডপ, শূণ্যের চর রাধা গোবিন্দ মন্দিরের দূর্গাপূজা মন্ডপ, কালমা ইউনিয়নের রাধাগোবিন্দ মন্দির দূর্গাপূজা মন্ডপ, রাধাগোবিন্দ মন্দির, উত্তর কালমা (বালা বাড়ি) শ্রী শ্রী রাধাগোবিন্দ দূর্গাপূজা মন্ডপ, চরভূতা ইউনিয়নের নন্দ রাণী আশ্রম দূর্গাপূজা মন্ডপ, ধলিগৌরনগর ইউনিয়নের হরি ঠাকুর মন্দির দূর্গাপূজা মন্ডপ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নরেন পালের বাড়ী দূর্গাপূজা মন্ডপ, গঙ্গারাম দাসের বাড়ি দূর্গাপূজা মন্ডপ, স্বগীয় পদ্মালোচন মাঝি বাড়ি দূর্গাপূজা মন্ডপ, গুনমনি দাসের বাড়ি দূর্গাপূজা মন্ডপ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।