লালমোহনে ‘মা ইলিশ সংরক্ষণ’ উপলক্ষে সচেতনতা সভা

ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মৎস্য দপ্তর ও ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের যৌথ আয়োজনে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মাছ ঘাটে এ সভা হয়। ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদিপ্ত মিশ্র। এতে আরও উপস্থিত ছিলেন আড়ৎদার, জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় স্বাগত বক্তব্য রাখেন ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের গবেষণা সহকারী অংকুর ইমতিয়াজ। সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে একটি র‌্যালী বের হয়ে নাজিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page