দুইদিনের সফরে নির্বাচনী এলাকায় এমপি শাওন
ভোলার-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ২ দিনের সফরে আজ শনিবার এলাকায় আসছেন। শুক্রবার ঢাকা থেকে এমভি ফারহান লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি। এমপি শাওন শনিবার সকালে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চ ঘাটে নামবেন।
দুই দিনে তিনি লালমোহন ও তজুমদ্দিনে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শ করবেন এবং বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করবেন বলে সাংগঠনিক সূত্রে জানানো হয়। তবে এমপি শাওনের এ সফরে লালমোহন ও তজুমদ্দিনের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে। সভায় তিনি সম্মেলনের তারিখ নির্ধারণসহ গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করবেন। আওয়ামী লীগকে ঢেলে সাজাতে সারাদেশ্যের ন্যায় এ সম্মেলন লালমোহন-তজুমদ্দিনেও অনুষ্ঠিত হবে।
এমপি শাওন লালমোহন আগমনে লালমোহন-তজুমদ্দিনে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।