ভূলক্রমে বিদ্যুৎ সঞ্চালন, দৌলতখানে ঠিকাদার কর্মীর মৃত্যু
দৌলতখান উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ঠিকাদার কর্মী মোঃ রতনের (২৮) মৃত্যু হয়েছে। ।আজ সকাল ১০টায় দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন এর চরখলিফা মাদ্রাসা সংলগ্ন পল্লী বিদ্যুতের খুটির উপর কাজ করার সময় ভূলক্রমে দৌলতখান পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা বিদ্যুৎ সঞ্চালন করে দিলে ঠিকাদার কর্মী মোঃ রতন বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে মারা যান।
নিহত রতন মানিকগঞ্জ এলাকার ছেলে।জানা গেছে, আজ বৃহ¯পতিবার সকাল ১০ টায় দৌলতখান চরখলিফা গ্রামের চরখলিফা মাদ্রাসা সংলগ্ন পল্লী বিদ্যুতের খুঁটির উপর লাইনে রক্ষণাবেক্ষনের কাজ করছিলেন রতন । বিদ্যুৎ
বন্ধ রেখে প্রায় ১ ঘণ্টা কাজ করার পর হঠাৎ বিদ্যুৎ চলে আসায় তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় । পরে তার ঝুলন্ত লাশ দৌলতখান ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।
দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মী আমিনুল ইসললাম জানান, পল্লী বিদ্যুতের ঠিকাদার কর্মী মোঃ রতন বিদ্যুতের খুঁটির উপর তার রক্ষণাবেক্ষণের কাজ করার সময় বিদ্যুত চলে আসলে ঘটনাস্থলেই বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে তার ঝুলন্ত লাশ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে
তিনি জানান এখন পযন্ত তার পিতার নাম জানা যায়নি তবে লাশ দৌলতখান হাসপাতালে রয়েছে ।বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের জিএম মোঃ বাশার জানান, বিদ্যুতের লাইন বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তারপরও কি কীভাবে বিদ্যুৎ সঞ্চলন হয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে রতনের
মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
দৌলতখান প্রতিনিধি::দৌলতখান উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ঠিকাদার কর্মী মোঃ রতনের (২৮) মৃত্যু হয়েছে। ।আজ সকাল ১০টায় দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন এর চরখলিফা মাদ্রাসা সংলগ্ন পল্লী বিদ্যুতের খুটির উপর কাজ করার সময় ভূলক্রমে দৌলতখান পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা বিদ্যুৎ সঞ্চালন করে দিলে ঠিকাদার কর্মী মোঃ রতন বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে মারা যান।
নিহত রতন মানিকগঞ্জ এলাকার ছেলে।জানা গেছে, আজ বৃহ¯পতিবার সকাল ১০ টায় দৌলতখান চরখলিফা গ্রামের চরখলিফা মাদ্রাসা সংলগ্ন পল্লী বিদ্যুতের খুঁটির উপর লাইনে রক্ষণাবেক্ষনের কাজ করছিলেন রতন । বিদ্যুৎ
বন্ধ রেখে প্রায় ১ ঘণ্টা কাজ করার পর হঠাৎ বিদ্যুৎ চলে আসায় তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় । পরে তার ঝুলন্ত লাশ দৌলতখান ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।
দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মী আমিনুল ইসললাম জানান, পল্লী বিদ্যুতের ঠিকাদার কর্মী মোঃ রতন বিদ্যুতের খুঁটির উপর তার রক্ষণাবেক্ষণের কাজ করার সময় বিদ্যুত চলে আসলে ঘটনাস্থলেই বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে তার ঝুলন্ত লাশ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে
তিনি জানান এখন পযন্ত তার পিতার নাম জানা যায়নি তবে লাশ দৌলতখান হাসপাতালে রয়েছে ।বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের জিএম মোঃ বাশার জানান, বিদ্যুতের লাইন বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তারপরও কি কীভাবে বিদ্যুৎ সঞ্চলন হয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে রতনের
মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে।