কাউনিয়ায় ইঞ্জিনের ধাক্কায় বগির ওপর বগি, নার্সিং ছাত্র নিহত

রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে আপেল মাহমুদ (২০) নামে নার্সিং কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কাউনিয়া জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপেল মাহমুদ গাইবান্ধা কমিউনিটি নার্সিং কলেজের ছাত্র ছিলেন।

কাউনিয়া জংশনের স্টেশন মাস্টার আবদুর রশীদ জানান, জংশনে একটি ট্রেন আসার পর এটির ইঞ্জিন ঘুরাচ্ছিলেন চালক। এ সময় ওই ইঞ্জিনের ব্রেকফেল হয়ে একটি বগিকে সজোরে ধাক্কা দেয়।

তিনি জানান, এতে ওই বগিটি আরেকটি বগির ওপর উঠে যায়। এ সময় ওই বগিতে অনেক যাত্রী ছিলেন। তাদের মধ্যে আপেল মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page