ভোলায় বাল্য বিবাহের প্রতিকার শীর্ষক গোল টেবিল আলোচনা

ভোলায় বাল্য বিবাহের কারণ ও প্রতিকার শীর্ষক গোল টেবিল আলোচনা হয়। গতকাল মঙ্গলবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহামুদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক, ভোলা সমাজ সেবার উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান হাবীবসহ ভোলার সকল উপজেলার কাজি ও বিভিন্ন মসজিদের ইমাম এবং গন্যমান্য ব্যক্তি বর্গ। বক্তারা বাল্য বিবাহ রোধে অভিবাবক ও সমাজের সকলের সচেনতার উপর গুরুত্বারোপ করোন এবং আইনের আরো কঠোর প্রয়োগ আশা করেন।