ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
সম্মাননা পেয়েছেন সাংবাদিক মোকাম্মেল হক মিলন
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
বয়সের সমতার পথে যাত্রা” এই স্লোগানে ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসন,সমাজ সেবা অধিদপ্তর ও হৈতষী সংঘ সহ সেচ্ছাসেবী কল্যান সংস্থা সমূহের আয়োজনে এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক মাহমুদুর রহমান।এসময় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আবু তাহের,সাবেক সিভিল সার্জন ডা: আবদুল মালেক,সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ,প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর,প্রফেসর পারভীন আক্তার, জেলা সমাজ সেবা কর্মকর্তা মো: নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন,হিউম্যান রাইটস ডেফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে মৃত্যু অবধি মায়ের সেবা করার জন্য মোকাম্মেল হক মিলন ও মৃত্যু অবধি বাবার সেবা করে যাওয়ার জন্য ফরিদা ইয়াসমিন মান্নীকে ক্রেস্টের মাধ্যমে সম্মাননা জানান অতিথিরা।