নাজিম উদ্দিন আলমের সাথে ভোলা জেলা কৃষক দলের মতবিনিময় সভা
ভোলায় কেন্দ্রীয় বিএনপি নেতা, সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সাথে জেলা কৃষক দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় মূল দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নাজিম উদ্দিন আলম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে যে লুটপাট করেছে তা আজ জাতির সামনে প্রমানিত। এই সরকার জনগনের সরকার নয়। জনগনকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলার এখনই সময়। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। এসময় নাজিম উদ্দিন আলম আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
জেলা কৃষক দলের নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান সেন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বশির হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা কৃষক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, সিনিয়র সহ-সভাপতি এ্যাড: ইউসুফ, ১নং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, সহ-সভাপতি মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর, অর্থ-সম্পাদক এ্যাড. তোহা, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সভাপতি কাজী সাইফুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ গোলদার, পৌর কৃষক দল সভাপতি মঞ্জু খান, চরফ্যাশন পৌর বিএনপি সাধারণ স¤পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা কৃষক দলের সভাপতি আকতাব উদ্দিন খোকন, পৌর যুবদল সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, জেলা ছাত্রদল নেতা রমিজ উদ্দিন রাজ্জা প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বিএনপি কার্যালয়ে আসলে তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভোলা জেলা কৃষক দলের নবনির্বাচিত কমিটি। উল্লেখ্য, মঙ্গলবার ভোলা জেলা আদালতে মামলার হাজিরা দিতে নাজিম উদ্দিন আলম ভোলায় আসেন।