দৌলতখানে নকল ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ভোলার দৌলতখানে নকলে ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাহমুদুর রহমান মান্নাকে ৫০ হাজার মোঃ কাইয়ুম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ।গতকাল বিকেল ৪ টায় দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ও পুলিশের একটি টিম পশ্চিম জয়নগর ২ নং ওয়ার্ডে সাত বাড়ী নামক বাজারে মাহমুদুল মান্নার ফার্মিসিতে নকল ওষধ বিক্রির দায়ে ভ্রম্যমান আদালতে তাদেরকে জরিমানা করা হয় ।জানা যায় গতকাল বিকালে মাহদুল মান্নার ফার্মীসির প্রতিনিধি কাইয়ুম হোসেন চরখলিফা ৯নং ওয়ার্ডে মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি মোদি দোকানে নকল ঔষধ বিক্রি করতে আসলে স্থানীয়রা তাকে আটক করে দৌলতখান থানা পুলিশকে সপর্দ করেন পরে দৌলতখান থানার কর্মকর্তা দৌলতখান নির্বাহীর কার্যালয়ে পাঠালে তিনি এর সাথে জরিত তাদেরকে শনাক্ত করতে সাতবাড়ী বাজারে মাহমুদুল মান্নার ফার্মেসিতে অভিযান চালান ।এ সময় তার ফার্মেসিতে থাকা নকল ্ঔষধ বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা সহ নকল ঔষধ জব্দ করা হয়। এ বিষয় দৌলতখান থানার নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন মাহমুদুল মান্নার ফার্মেসিতে নকল ঔষধ বিক্রির অভিযোগে তাকে ৫০ হাজার টাকা এবং তার প্রতিনিধি কাইয়ুমকে ১০ হাজার টাকা জরিমানা সহ নকল ঔষধ জব্দ করা হয়েছে