চাঁদাবাজির অভিযোগে ৭ ডিবি পুলিশ বরখাস্ত
খুলনায় চাঁদাবাজির অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (৩০ সেপ্টম্বর) রাতে তাদের বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে এম হাসানুজ্জামান, শেখ সাইদুর রহমান, গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, জামিউল হাসান ইমন ও জুয়েল শেখ।
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, ডুমুরিয়ার চুকনগর থেকে একটি আর্থিক লেনদেনের অভিযোগ তাদেরকে সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
সুত্র জাগোনিউজ