মনপুরায় জাতীয় কণ্যা শিশু দিবস পালিত
মনপুরা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে জাতীয কণ্যা শিশু দিবস ২০১৯ পালিত হয়েছে। সকাল ১১টায় মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো: ফোরকান আলী হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার খান মো: টিপু সুলতান, প্রাথমিক শিক্ষা অফিসার মো: সিরাজুল ইসলাম।
মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম ফিরোজ সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, হাজিরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, দশম শ্রেনীর ছাত্রী ফাতেমা আকতার শোভা প্রমুখ। এই সময় সাংবাদিক ছালাহ উদ্দিন, মামুনসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।