ভোলায় চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘গর্বের ২১’ এই স্লোগানে ভোলায় চ্যানেল আই’র ২১ বছরে পর্দাপণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার রাতে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ভোলা প্রেসক্লাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, প্রবীণ সাংবাদিক আবু তাহের, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিবুল্লাহ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দৈনিক কালবোলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্লাহ, জনকণ্ঠ প্রতিনিধি হাসিব রহমান, ইটিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, বাসস’র স্টাফ রিপোর্টার হাছনাইন আহমেদ মুন্না, এটিএন বাংলা প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ, জিটিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন, আমাদের নতুন সময় প্রতিনিধি মশিউর রহমান পিংকু, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, খবর প্রতিনিধি বশির আহমেদ, তৃতীয়মাত্রা প্রতিনিধি ইয়াছিনুল ইমন, কালেরকণ্ঠ প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন, সংবাদ প্রতিনিধি পুষ্পেন্দ মজুমদার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হারুন উর রশিদ।