সর্বশেষঃ

ভেলুমিয়া বাজারে অগ্নিকান্ড,৬ দোকান পুড়ে ছাই

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ভেলুমিয়া বাজারের মুদি,ফার্নিচার,সার,জাল ও মুরগীর দোকানসহ ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। রাত সাড়ে ৩টা নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তবে তার আগেই আগুন ছড়িয়ে পড়ে দোকান গুলোতে। অতঃপর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে তবে ব্যবসায়ীদের দোকানে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয় সাথে পুড়েছে তাদের স্বপ্নগুলোও। ব্যাবসায়ীরা এখন কী করে ঘুরে দাড়াবে সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।