সর্বশেষঃ

ক্ষুদ্রঋণে অধিকার ভিত্তিক এপ্রোচ প্রয়োগের স্বীকৃতি

কোস্ট ট্রাস্ট পেল সিটি ফাউন্ডেশনের সেরা সৃজনশীল এনজিও ২০১৮ এওয়ার্ড

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ১৪তম সিটি মাইক্রোএন্টারপ্রেনারশিপ এওয়ার্ডে বাংলাদেশের উপকূলে কর্মরত এনজিও কোস্ট ট্রাস্টকে প্রদান করা হলো সেরা সৃজনশীল এনজিও ২০১৮ এওয়ার্ড। নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিটি ফাউন্ডেশনের সাথে যৌথভাবে সম্মাননা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে শক্তি ফাউন্ডেশন, যেখানে মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই এবং স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। গত ২৯ সেপ্টেম্বর সিটি ফাউন্ডেশন এই সম্মাননা প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিশ্বব্যাপী সৃজনশীল ক্ষুদ্র অর্থায়নের স্বীকৃতি প্রদান করে থাকে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশেস্থ সিটিব্যাংক এনএ’র কান্ট্রি অফিসার এন রাজা শেখারান (শেখর) এবং শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. হুমায়রা ইসলাম। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এবং সিডিএফ’র নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কোস্ট ট্রাস্টের চেয়ারপার্সন বেগম শামসুন নাহার এবং নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর হাতে সেরা সৃজনশীল এনজিও ২০১৮ পুরস্কার তুলে দেন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্রঋণে অধিকার ভিত্তিক এপ্রোচ সম্পৃক্তকরণের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য কোস্ট ট্রাস্টকে এই সম্মাননা প্রদান করা হয়। কোস্টের ক্ষুদ্রঋণ কর্মসূচি কেবল আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে অন্তর্ভুক্ত করা হয়েছে দরিদ্র মানুষের প্রতিষ্ঠান বিনির্মাণ, স্থায়িত্বশীল কৃষি, পশু ও মৎস সম্পদের মাধ্যমে কর্মসংস্থান স”ষ্টি, কমিউনিটি রেডিও, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও দুর্যোগকালীন জরুরি সেবা। সব মিলিয়ে কোস্ট ট্রাস্টের সমন্বিত এই ক্ষুদ্রঋণ কর্মসূচির উপর চ্যানেল আই একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে এবং অনুষ্ঠানে তা প্রদর্শন করা হয়। নিউইয়র্ক ভিত্তিক শতবর্ষী প্রতিষ্ঠান সিটি ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে সৃজনশীল এনজিওর পাশাপাশি নারী, যুব ও কৃষি উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এওয়ার্ড প্রদান করে আসছে।
কোস্ট ট্রাস্টের পক্ষে নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী তার বক্তব্যে ক্ষুদ্রঋণে অর্থ যোগান দেবার জন্য পিকেএসএফ এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোস্ট ট্রাস্ট বিচ্ছিন্ন উপকূলে দরিদ্র মানুষের প্রতিষ্ঠান বিনির্মাণ ও অধিকার ভিত্তিক এপ্রোচের মাধ্যমে তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে।
সিডিএফ’র নির্বাহী পরিচালক জনাব আব্দুল আউয়াল বলেন, এক অঙ্কের সুদের হারে কৃষিঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর আরো এগিয়ে আসা উচিত। তাহলে দেশে কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন।
সিটি ব্যাংক এনএ-র দেশীয় কর্মকর্তা এন রাজা শেখারান তার বক্তব্যে বলেন, সিটি ফাউন্ডেশন পৃথিবীর নি¤œ আয়ের জনগোষ্ঠীর মানুষদের জীবনমান ও আর্থিক উন্নয়ন কর্মসূচি ত্বরান্বিত করতে কাজ করে থাকে। বাংলাদেশে এই প্রক্রিয়া চালু করতে সহায়তার জন্য তিনি শক্তি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।