তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরা পূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে পূজা উদযাপনে করনীয় বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো: ফোরকান আলী হাওলাদার, ভাইস চেয়ারম্যান রাশেদ মোল্লা, উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো: জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো: অলিউল্যাহ কাজল, প্রেসক্লাব সভাপতি মো: আলমগীর হোসেন।
উপজেলার ১০টি তালিকাভূক্ত পূজা মন্ডপে আইন শৃড়খলার যেন কোন অবনতি না ঘটে সেই দিকে বিশেষ নজর রাখবেন উপজেলা প্রশাসন। পূজা মন্ডবগুলোতে সুন্দরভাবে উতসব পালন করতে পারেন তার জন্য সকল সহযোগীতা করবেন উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি। এই সময় পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারী দাপ্তরিক প্রধানগন, স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।