সর্বশেষঃ

ভোলায় তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ উপলক্ষে ভোলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে এবং কোস্ট ট্রাস্ট এর সহযোগিতায় এই তথ্য অধিকার দিবস পালিত হয়। ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) মো: আতাহার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক।
এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ইউএনও মো: কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার মো: আহসান কবির, যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, কোষ্ট ট্রাস্ট জেলা সমন্বয়কারী রাশিদা বেগম, সিইপিআই প্রকল্প সমন্বয়কারী এস এম তাহাজ্জুদ হোসেন ও ব্র্যাক প্রতিনিধি আসরাফুল আলম। এসময় ভোলা শহরের ভোলা জেলা স্কুল, গালর্স স্কুল, নলিনীদাস বালিকা বিদ্যালয়, জিয়া স্কুল এন্ড কলেজ, পৌর বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মি, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ফায়ার ডিফেন্স সার্ভিস এর কর্মকর্তা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক বলেন “জনগনের তথ্য অধিকার প্রতিষ্ঠা উন্নয়ন ও গনতন্ত্রের পুর্বশর্ত”। তথ্য অধিকার প্রতিষ্ঠায় সরকার তথ্য অধিকার বিধিমালা ২০০৯ প্রনয়ন করেছে। আইন অনুযায়ী সকল সরকারী প্রতিষ্ঠান (গোয়েন্দা সংস্থা সমুহ বাদে) জন সাধরন তথ্য চাইলে তথ্য প্রদান করতে বাধ্য থাকবে। যদি কোন দপ্তর তথ্য প্রদান না করে তবে আপিলের ব্যবস্থা আছে। এছাড়াও প্রত্যেক দপ্তরে একজন তথ্য প্রদানকারী অফিসার নিযুক্ত আছে। এছাড়াও প্রত্যেক সরকারী প্রতিষ্ঠানের ওয়েব পোর্টালে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম, মোবাইল নাম্বারসহ বিভিন্ন তথ্য দেওয়া আছে। কেউ চাইলেই সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এছাড়া প্রতি বৃহস্পতিবার সরকারী বিভিন্ন দপ্তরে তথ্য সেবা প্রদান করা হয়। এসময় তিনি জন সাধারন কে তাদের প্রয়োজনিয় তথ্য সেবা নেওয়ার জন্য নীতিমালা অনুসারন করে তথ্য সংগ্রহের জন্য আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।