বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
ভোলার ইলিশায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥ চার্জে থাকা অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ভোলা সদর উপজেলার ০৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর পাতা গ্রামের বকশি স্কুল সংলগ্নে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোসাঃ তাছনুর বেগম (৫০)। স্বামী মোঃ সাদেক মুন্সি। তাদের ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চার্জে থাকা অটোরিকশা বৃষ্টির পানিতে ভিজতে দেখে ঘর থেকে কাগজ নিয়ে অটোরিকশাটি আনতে যান। তখন চার্জে থাকা অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। লাশ মর্গে রয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত না করতে অনুরোধ জানান। জেলা প্রশাসকের নির্দেশ পেলে ময়নাতদন্ত করা হবে অথবা একটি অপমৃত্যু মামলা হবে।