পেঁয়াজ রফতানি বন্ধ করে দিল ভারত

পেঁয়াজের দাম নিজেদের বাজারে নিয়ন্ত্রণ করতে না পেরে এবার পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

রোববার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা এ আদেশ জারি করেছে।

ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে মোদি সরকার।

গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়েছে। রাজধানী দিল্লি, মুম্বাই, লাক্ষনৌয়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কলকাতাতেও ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্যদিকে পোর্ট ব্লেয়ারে পেঁয়াজের দাম কেজিতে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এমন পরিস্থিতি সামাল দিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কম দামে সরকারিভাবে পেঁয়াজ বিক্রির ঘোষণা করেছেন।

শুক্রবার কেজরিওয়াল জানান, রাজ্য সরকার ২৩.৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির করবে। সেই অনুযায়ী শহরের বিভিন্ন স্থানে মোবাইল ভ্যানে করে সরকারি উদ্যোগে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছিল। কিন্তু দেশের বাকি অংশের পেঁয়াজের দাম হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজের রফতানি বন্ধ করে দিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।