বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ইলিশার সেই শিক্ষিকার সংবাদ প্রকাশের পর এলাকায় তোলপাড়
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন এর ১২নং গুপ্তমুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই আলোচিত প্রধান শিক্ষিকা রাবেয়া বেগমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ঐ এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
সুত্রে জানা যায়, ভোলার গত দুইদিন ধরে পত্রিকা ও অনলাইনে আলোচিত নিউজ “ইলিশার প্রধান শিক্ষিকার দুর্নীতির বিরুদ্ধে তদন্তে জেলা শিক্ষা অফিস” এই শিরোনামে সংবাদ প্রকাশের পর এলাকা তোলপাড় শুরু হয়েছে। এদিকে রাবেয়া বেগম প্রভাবশালী বলে তার বিরুদ্ধে কথা বলায় এলাকার অনেক অভিভাকরাদের হুমকি দিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় অভিভাবকরা জানান, আমরা এই রাবেয়া বেগম এর দুর্নীতির সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। তবে অভিভাবকরা আরো বলেন ক্ষমতাশালী রাবেয়া বেগম দুর্নীতিকে চাপা দিতে হয়তো অন্য জায়গায় বদলি হতে পারে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।