সর্বশেষঃ

ইবনেসিনা থেকে ফেরত দেওয়া রোগীর চিকিৎসা দিচ্ছেন ভুয়া চিকিৎসক জসিম

দেশের সুনামধন্য চিকিৎসা সেবা কেন্দ্র ইবনেসিনা থেকে ফেরত দেওয়া রোগীর চিকিৎসা দিচ্ছেন রাজাপুর ইউনিয়নের জনতাবাজার এর সালমা ফার্মেসী ও মিনি ক্লিনিকের পরিচালক ভুয়া চিকিৎসক জসিম ডাক্তার ওরুপে জাইল্যা জসিম।
সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের গুলগুলা বাজার এলাকার আবু তালেব নামে এক রোগীর কে ইবনেসিনায় চিকিৎসা করতে গেলে কয়েকদিন চিকিৎসা করে টাকার জন্য আর তেমন চিকিৎসা করতে না পারায় সেখান থেকে ফেরত দেওয়া হয় তাকে।
এ সময় রাজাপুর ইউনিয়নের প্রতারক জসিম আবু তালেব কে দেখে তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ নেন এবং জসিমের নিজস্ব প্যাডে ১ মাসের ঔষুধ লিখে দেন ভুয়া জসিম তবে এগুলো কিসের ঔষুধ এবং এই রোগের চিকিৎসা তিনি কি ভাবে করছেন? এর উত্তর জানতে চাইলে জসিম ডাক্তার বলেন ভাই আপনাদের সাথে পরে দেখা করে বলবো।
এদিকে স্থানীয়রা জানান গ্রামের সহজ সরল মানুষদের ভুল বুঝিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছেন জাইল্যা জসিম।
এর আগে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলেও সর্তক হয়নি প্রতারক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।