ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর
রাজাপুরের ভুয়া ডাক্তার জসিম ঘটনা ধামা-চাঁপা দেয়ার জন্য ঘুরছে দ্বারে দ্বারে
(তার বন্ধকৃত ফার্মেসী)

ভোলার রাজাপুরের ভুয়া ডাক্তার জসিমের প্রতারণার মুখোয় পত্রিকার মাধ্যমে প্রকাশ হয়। দৈনিক ভোলার বাণীর অনুসন্ধানী নিউজে “ভোলায় মানবিক বিভাগ থেকে পাশ করেও তিনি বিশেষজ্ঞ ডাক্তার” এই শিরোনামে সংবাদ প্রকাশের পর এলাকায় তোলপাড় শুরু হয়। অনেক গ্রাহক ফটোকপি করে ও রাজাপুরে পত্রিকা সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এদিকে সংবাদ প্রকাশের পর প্রতারক জসিম ডাক্তার মানুষের তোপের মুখে জনতাবাজারের ফার্মেসী বন্ধ করে দিনভর বিষয়টি ধামা-চাঁপা দেয়ার জন্য সাংবাদিকদের দ্বারে দ্বারে ঘুরছেন।
রাজাপুর ইউনিয়নের আবু তাহের, মাহিম, ছাত্তার জানান, সাংবাদিকদের ধন্যবাদ এই ধরনের ভুয়া ডাক্তারদের মুখোশ উন্মোচন করার জন্য। এলাকাবাসী অতি দ্রুত জসিমসহ সকল ভুয়া ডাক্তারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছেন তারা।