দৌলতখানে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নিহত
ভোলার দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়রম্যান মোশারফ হোসেন (কান্টু) মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলা বাজারের কমড়উদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
স্থানীয়রা জানান, মোশারফ হোসেন (কান্টু মিয়া) মোটরসাইকেলযোগে ভোলার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি কমড়উদ্দিন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে গাছের সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেন মারা যান। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়রা অনেকেই জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয় দৌলতখান থানার অফিসার ইন-চার্জ বজলার রহমান জানান, মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে ভোলার উদ্দেশে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে গাছের সাথে ধাক্কা খান এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেন মারা যান