চরফ্যাশনে ভুয়া ডাক্তারের ছয় মাসের কারাদন্ড
ভোলার চরফ্যাশন থেকে মোঃ তরিকুল ইসলাম (৪০) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া আরও ১০ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭২ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। শুক্রবার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
শুক্রবার রাত ১১ টার দিকে র্যাব-৮ এর এএসপি ও ভোলা ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদ জানান, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিল। এমন অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার হাসপাতাল রোড এলাকার চৌধুরী মেডিসিন কর্নার থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদন্ড দেয়া হয়।
তিনি আরও জানান, এ সময় চরফ্যাশন উপজেলার ৩ টি ডায়গনস্টিক সেন্টার, ১টি ডেন্টাল কেয়ার, ৫টি মেডিসিনের দোকান ও ১টি ফলের দোকানে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলোকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।