লালমোহন পৌর নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষ্যে প্রচারনা চালাচ্ছে সহযোগী সংগঠনগুলো

জমে উঠেেছ লালমোহন পৌরসভা নর্বিাচন। নৌকা প্রতিকের পক্ষ্যে লালমোহন পৌরসভার বিভিন্নি ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারণা চলায় উপজলো শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাছরি উদ্দনি ও লালমোহন পৌরসভার শ্রমকিলীগরে সাংগঠনকি সম্পাদক মোঃ হারুন অর রশদি এবং লালমোহন পৌর ৩ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ। লালমোহন পৌরসভার সকল সাধারণ জনগণরে একটাই কথা লালমোহন পৌরসভা নির্বাচন যদি সুষ্ঠু ও সঠিকভাবে হয় তাহলে সবাই বলে নৌকার জয় শতভাগ নিশ্চিত। নৌকার প্রতিক পাওয়া লালমোহনের বর্তমান মমেয়র হাজী এমদাদুল ইসলাম তুহনি সাহবেরে সাথে কথা বললে তিনি বলনে, লালমোহনবাসীকে লালমোহনরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য নৌকা প্রতিকে ভোট দিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।